মন আমার যাচ্ছে বাড়ি
কাঁদা মাটি দিয়ে পারি।
বাস ট্রাম আর পায়ে হেঁটে
পৌঁছায় গিয়ে নদীর ঘাটে ।


পার হয় নদী ফেরীতে করে
রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে।
হপ্তায় হপ্তায় বাড়ি সে যায়
ঘন্টা পাঁচেক কষ্ট সয়ে।


অবশেষে বাড়ি পৌঁছে গিয়ে
ভীষণ আনন্দে
সব যায় সে ভুলে।
পরিবারের সাথে মিলে-মিশে
দিন কাটায় সে বেজায় খুশিতে।


ছুটি শেষে রবিবার এলে
মুখখানা নিজের পাংশু করে,
আবার হয় তার যাত্রা শুরু
পা বাড়ায় সে অফিসের দিকে।