বরষা এলো দুয়ারে রিমঝিম সুরে
কদমের ঐ মাতাল বুনো গন্ধে,
উদাস আকাশে আজ মেঘ ঢেকেছে
জানালার গ্লাসটাতে বেদনাশ্রু ঝরেছে।


শ্রাবনের এই গান আমার
ফিরিয়া ফিরিয়া আসে তব মনে
বিস্মৃতি স্রোতের প্লাবনে প্লাবনে,
মেঘের ছায়ায় ঢেকে যায় অন্ধকার।


বলেছিলে নীল রং বৃষ্টিতে ভিজবো নতুন সুরে দুজনে লাল নীল স্বপ্ন আঁকবো,
জীবনের গল্প বুনবো আকাশের বুকে!
সাতরং প্রজাপতির ডানায় ভেজা বরষা দেখবো।


আমি চাই তোমায় নিয়ে মেঘের জলে  কাজল চোখে তোমাতে নাও ভাসায়।
তোমায় নিয়ে দেখতে চাই আমি
আকাশ মুচড়ে নীল রঙ বৃষ্টির ধারা।
আজ আমি বৃষ্টিতে ভেজা রূপালী মানবী
জানালার কাচের এ পাশে…. একা।