এখানে অনুভূতিরা করে না কাজ
ভালোবাসা কুঁরে  কুঁরে খায় বাস্তবতার ভাঁজ।
এখানে স্বপ্নেরা বুনে না রঙিন সুতোর কারুকাজ।
জীবনের তাগিদে  ছুটে চলে  সব ফেলে পিছুটান।


এখানে প্রেমেরা জোয়ার বইয়ে দেয়না দেহ মনে
সুখপাখি তেষ্টায় মুখ থুবড়ে পরে থাকে বালির চড়ে।
ভোরের সোনালী আলোয় নদীর জলে করে চিকচিক,
চোখের তারায় যেনো ফুটে উঠে স্বপ্ন অলীক!


এখানে আশারা হতাশায় ফিরে, যতই বাঁধুক বাসা মনে
তবুও নিরাশা দূরে ঠেলে ভাসায় ভেলা জলে।
দিন যায় বিরামহীন দূর সীমান্তে ছুটে চলার মাঝে,
ক্লান্ত শরীর লুটে পরে আঁধার নামার সাথে।


নদী ভাঙার বানের টানে কত জীবন ঝরে যায়!
দীর্ঘশ্বাস চাপা পড়ে নতুন করে বাঁচার উদ্দীপনায়
হবে নিঃশেষ জেনেও আঁকড়ে ধরে চড়ের জীবন
যেনো এক অলীক মায়া নদীর চড়ে মাটির টান!