হাজারটা অজুহাতের প্রয়োজন পরেনা এড়িয়ে চলার জন্য,
একটু অবহেলায় যথেষ্ট।
ঠাঁই দাঁড়িয়ে থাকা পাহাড়ের মতো
আমিও এখন স্থির থাকতে শিখেছি
বুঝতে শিখেছি ওপাশে কেমন ব্যস্ত!


নতুনের তালে পুরাতনকে ভুলে
যতোই ঐ নীলটুকু ঢাকো সুখে,
মোহ কাটলে সেই তো আসো ফিরে
অবহেলায় যারে ঠেলে দিলে দুরে।