আজ সেজেছে তোমার ভূবন
তাইতো হেলায় রেখেছো সুজন।
তোমার বাগান ভরেছে ফুলে,
অমনি করে গেছো ভূলে।

যখন তোমার কেউ ছিলনা
আমি ছিলাম অনন্যা।
আদর যত্নে হলে পরিপূর্ণ,
আমি কেমন হলেম শূন্য!


যখন তোমার খুব দরকার
কাছে এসে দাঁড়াও দরজার!
দুচোখ তখন মায়ায় টানে,
গাল ভরে নোনাজলে।


ভালোবাসা পূর্ণ করে অঞ্জলি
দূরে গেছো ফেলে একাকী।
ভাবছি বসে উদাস মনে,
সবটাই কি ভুল তবে?


জানি এখন নেই কোন উত্তর
মরিচিকার পিছনে ছুটছো সুদূর।
উজাড় করে দিলেম সবটুকু, তবু...
অবহেলায় জীবন করছে ধূঁ ধূঁ!