সমুদ্রের বালুকাবেলায় দাঁড়িয়ে
এক সমুদ্র প্রেম নিবেদন হলো,
কান পেতে শুনেছি শামুকের খোলায়
উচ্ছল তরঙ্গে সমুদ্রের গান,
বেঁধেছি নীল জলের গর্জনেতে মায়ার বাঁধন।


দেখেছি সাগরের বালুকাবেলায় দাঁড়িয়ে,
বালুয়ারীর বুক জুড়ে নোনা শরীরে আদীম উদ্দামতা,
সুরে সুরে অনুরণিত আকাশ বাতাস,
গড়েছি বুঝি সৈকতে বালুর সংসার!
লালাভ আভা ছড়িয়ে গোধূলি ফিরে,
নিজেরে খুঁজি জলকেলি মধুর স্মৃতিতে।


তোমার অহংকারে কি এক অমোঘ নিরবতা!
নিজেরই হুঙ্কারে ভাঙো একাকিত্বের নিস্তব্ধতা।
আকাশ সমুদ্র মিলেমিশে
জোছনা স্নাত নীল জলে ছুঁয়ে দেয়
গভীর মমতা।