সাহস আর হয় না আমার
মুঠোভরে খোলা চোখে স্বপ্ন দেখার,
বুক ভরা হাহাকার নিয়ে.....
বরষায় ভিজি আমি শূন্যতায় দাঁড়িয়ে।
আজ আমি সব হারানো পথিক
দেখা হলোনা আলোর শুধুই অন্ধকার,
ফেরা হলোনা আমার ঘরে......
বুঝলো না আর কেউ এই আমায়।
ফিরে এলেও এলে না ফিরে
বুঝেও বুঝলেনা কি ভালোবাসা,
শুনেও শুনলেনা বুঝি......
বেরিয়ে আসা দীর্ঘশ্বাস বুক চিড়ে।
তাই আজ আমি....
পাহাড় চুঁড়ায় দাঁড়িয়ে দেখি,
আমার সব সত্য কল্পনা
গেছে মিশে যত মিথ্যে বাস্তবতায়।