কেটে গেল একটি বছর। আজ দেখেছি ভোরের শেষ সূর্য। ঐ পূবে কেমন হাসির ঝলকে আলোকিত হচ্ছে শেষ দিনটি এ বছরের।


জীবন থেকে শীতের ঝরা শিউলির মতো আরও একটি বছর ঝরে গেলো? অবাক জীবন…...


এই তো এলো সেদিন বছর!
কত আশা আখাঙ্খা, স্বপ্ন বুনা!
কাটবে বছর, অঞ্জলি ভরবে পূর্ণতার।


যেনো এক লহমায় কেটে গেল ৩৬৫টি দিন! দেখেছি যতটা স্বপ্নের ফানুস উড়েছে ঐ দূর আকাশে, ঠিক ততটাই দেখেছি অবর্ণনীয় কষ্টের দহনে দগ্ধ হতে জীবন নামের এক একটি রঙিন ফুল। তাই তো…..


কি পেয়েছি, আর কি পেলাম না
হিসেব কষিনি কখনো তা।
বেঁচে আছি, ভালো আছি,
বুক ভরে শ্বাস ফেলছি,
এটাই যে শ্রেষ্ঠ পাওয়া।


যা পেয়েছি মুঠো ভরে নিয়েছি,
আর যা হারিয়েছি, বুক চিরে
শূন্যতার হাহাকারে জ্বলেপুড়ে
নিত্য ক্ষয়েছি।


প্রকৃতির অদ্ভুত এক চিরাচরিত নিয়ম
সর্বত্রই চলে আসা যাওয়ার এ প্রহসন,
পুরাতনকে দাও বিদায় আর
নতুনকে করে নাও বরণ।


বিদায়ের এই সুরের মুর্ছনায়
রয়ে যায় হাজারো সুখ দুখের,
আনন্দ, বেদনার টুকরো টুকরো
কত নামহীন স্মৃতি জীবনময়।
কিছু সুখ স্মৃতি অনুরণন ছড়ায় জীবনে, আর…
জীবন নুয়ে পরে কিছু কষ্টের স্মৃতির ভাড়ে।


তবু এ জীবন…..
হবে কাঁটাতারে ঘেরা,
চলবে বন্ধুর পথে পথে__
নীল দিগন্তের সীমানা
ছুঁয়ে যাবে ছোট্ট ছোট্ট
রঙিন সুতোয় বুনা স্বপন।