কতটা বছর পর সবাই মিলে
ঘুরে এলাম নানুর বাড়িতে,
হাসি আনন্দে একাকার হয়েছি
পুরো বাড়ি হৈ হুল্লোড়ে উঠেছে মেতে।

সবটাই আছে সেই আগের মতো
দেখেছি যেমনটা ছোট্ট বেলায়!  
সেই পুরোনো বাড়ি, পুকুর পাড়
দিঘী, মাঠ ঘাট,  সবুজ দিগন্ত জোর।

সবার সাথেই হলো যোগসাজশ
মিশে গেছি সবার সাথে সবখানে,
ছুটে বেড়িয়েছি সবুজ খোলা প্রান্তরে
গায়ে মেখেছি  শেষ বিকেলের রোদ্দুর।


পাহাড় চূড়ায় দাঁড়িয়ে দেখেছি গ্রামের রূপ
ছুঁয়ে ছুঁয়ে এসেছি সবকিছু।
তবুও যেনো শূন্যতা, চারিদিক ফাঁকা!
আনন্দের মাঝে অনুভবে খুঁজে ফিরেছি
শুধুই  “মা” তোমাকেই!!
পেয়েছি  শুধু শূন্যতা আর শূন্যতা।