নিথর দৃষ্টি শুধু চলে যাওয়াতে তোমার
ভেবেছিলাম তুমি ছাড়া গতি নেই আমার,
কেটে যায় তুমি বিনা আমার সকাল,দুপুর
ঠিক এভাবেই ফিকে হয় সোনালী রোদ্দুর।


মন চাইতো তোমায় আটকে রাখি খুব,
চলে যদি যাও তবে চোখের আড়াল নয়,
তুমি থেকে গেলে ঠিক আমারই স্বভাবে
তাই তুমি ডাক না দিলে রইবো আমি চুপ।


ভিতরে আমার জেগে উঠে ক্ষীণ আশা
বাহিরে তোমার যায় না ওই রূপ চেনা!
আলো ছায়ায় দিন যায় মন দোটানায়,
আবার যদি হয় বুঝি তোমার ফিরে আসা।


এলো চুলে অনেক পথ ধরে ফিরে এলে দরজায়
কাছে  এসে জুড়িয়ে দিলে আমার এই মন।
তবুও যেনো আবার কোথায় হারাও আঁধারে
এই জীবন হায় কেটে যায় আশা নিরাশায়।


এই মুখ পারি না ফেরাতে তোমা হতে
ভালোবাসায় এই কি নেশা বোঝানো দায়,
ঘুরে ফিরে তবু আসে শুধু তোমায় মনে
একা পথ চলা হয় আমার থেকেও তুমি পাশে।


ভেবে ভেবে মরি এলেই যদি আবার ফিরে
ছুঁয়ে দিলে না মন ডেকে যায় শুধু  রোদ্দুর,
নিবূ নিবু আলোয় ভেসে যায় রঙিন স্বপ্নগুলি
ঠিক এভাবেই তো ফিরে আসা চাইনি আমি।
০৯/০৭/২০১৪ ইং