তুমি আসবে বলে
       নীলিমা
তুমি আসবে বলে
সেই পথ চেয়ে বসে
বলেছিলে সাঁঝের বেলায়
ঘুরবে একসাথে দুজনায়।
গায়ে মেখে মৃদু হাওয়া
মন মোর পুলকিত আজ
বাজে গুনগুন সুরের মুর্ছনা।
তোমায় শোনাব বলে
কত না কাব্য করেছি রচনা
ব্যাকুল আমার হৃদয়চিত্ত
বুঝি তোমার ভূবনে
হবে মোর পদচারনা।
শেষ হয়ে এল গোধূলি বেলা
তবু পথ চেয়ে বসে থাকা
তুমি আসবে বলে।।
09/07/2011