তুমি চাইলে আকাশের বুকে
সাদা মেঘের নরম চাদর হব।
তুমি চাইলে তপ্ত গরমে
মরুভূমির বুকে তোমার তৃষ্ণার
এক ফোঁটা জল হব।
তুমি চাইলেই পারি আমি
রিমঝিম বৃষ্টির শব্দের তালে
তোমার কথার ছন্দ হতে।
তুমি চাইলে রাতের আঁধারে
চাঁদের স্নিগ্ধ আলোয়,
তোমার চোখে শান্ত ঘুম হব।
তুমি চাইলে ঘুম ভাঙা শীতের
সকালে, সবুজ ঘাসের
শিশির বিন্দু হয়ে তোমার পায়ে
আলতো পরশ হব।
তুমি চাইলেই  পারি আমি
সমুদ্রের তীর ঘেঁষে আছড়ে পরা
ঢেউ হয়ে, তোমার বুকে তরঙ্গ হতে।
তুমি চাইলে শরতের বিকেলে
কাশবনের দোল হব।
তুমি চাইলে ফুলের মিষ্টি গন্ধ হয়ে
তোমার গায়ের সুবাস হব।
তুমি চাইলে বিস্তির্ণ পথ  হয়ে
তোমার পথ চলার সাথি হব।
তুমি চাইলে ঠাঁই দাঁড়িয়ে থাকা
পর্বতের মতো তোমার জন্য
অনন্তকাল প্রতিক্ষায় থাকবো।