এসেছে ফাগুন ধরায়
মেতেছে ঐ মধুর গুঞ্জন হাওয়ায়,
সাজ সাজ রব উঠেছে আমার চারপাশ
তুমি এলে মন নদীর ঢেউয়ের লহর তুলে
বুলিয়ে ফাগুনি হাওয়ার পরশ।


সাজালে তব বসন্তে কৃষ্ণচূড়ার রক্তিম ফুলে
যেনো দোলায় আলতো ছুঁয়ে যাওয়া কাশবন।
তুমি এলে স্নিগ্ধ ভোরে ঘাসের উপর শিশির কণায়,
যেনো তৃষ্ণার্ত মন ক্লান্তিহীন চলি আমি
শিহরণ তুলে কদম কদম পায়ে।

আজ হেসেছে চারিদিক বসন্ত কলরব
যেনো ঘুঙুর পায়ে নেচে চলেছে মন ময়ূরী,
তুমি এলে গাছের সদ্য ফুলের বোঁটায় বোঁটায়
খোঁপায় দিয়ে ফুল জানাই তোমায় আমন্ত্রণ,
বাজে ঐ উদাসী দুপুরে পাগল করা সুরের বাঁশি।

তুমি এলে হাজারো শব্দের ছন্দে আমার কাব্যে
যেনো জোনাকিরা রাতের আঁধারে আলো ছড়ায়,
আলিঙ্গন করি তোমায় জেগে থাকা শাওন রাতে
তুমি এলে ফাগুনি হাওয়ায় তাই অবিরাম বন্দনায়
যেনো পাল ছেড়ে ভাটিয়ালি গান ভেসে আসে।