মনের আঙিনার এক কোণে- আগুনের পান্ডুলিপি
ছন্নছাড়া ছোটগল্পটা গোগ্রাসে গিলছে প্রতিটা কোণ!


আগুনের ছায়া নেই, আছে উপন্যাসের লোভ!
বেঁচে থাকে ছাই চাপা অল্প আগুন
কুণ্ডলী পাকানো ধূমল-ধোঁয়া ...
ছায়াকে সাথে নিয়ে ধোঁয়ার যাত্রাপথ
দৃষ্টি ছাড়িয়ে ... দূর ...


চিরটাকালই সত্যকে গ্রাস করে শাসক হয়ে ওঠে
তার প্রতিকৃতির আকাশছোঁয়া স্পর্ধা
সেই প্রতিমূর্তিই আমাদের ধ্রুবতারা।