বিষাদী রাতের বাস্তবতা বিষ ঢালে বেপরোয়া বিছানায়!
একবার-দু'বার-তিনবার - শত সহস্র ছোবল!
শিরায় শিরায় সভ্যতার শয়তানী!
ছলনাও যেন ছক কষে ছাদনাতলার !
হাতিয়ার - হত্যা!


জীবন নামের ছেলেটা যেন ঝুলে আছে কার্ণিশে!
একটা ছুরি বা আধটা ব্লেড-
সব শেষ!


মদিরতার মায়াবন জুড়ে মত্ততার ঘ্রান ছড়িয়ে বেড়ায় পিশাচী উল্লাস...
সভ্যতার অঙ্গনওয়াড়ির, অলক্ষ্যে অজস্র হামাগুড়ি  খুঁজে বেড়ায় সু-সভ্যতার সিঁড়ি...


সভ্যতা- তুমি শ্রী পাও!
সুন্দর- তুমি সভ্য হও!


মর্গের মাঠ জুড়ে পড়ে থাক স্থবির সন্ধ্যা!
পড়ে থাক তার অপভ্রংশ ভালোবাসা!