তোমার আকাশে সুগভীর স্তব্ধতা
উদরে বিছানো উপমার সব নীল,
না রাখা রঙের রঙিন বাষ্প খোঁজে
দমকা হাওয়ার বেরঙীন গাঙচিল!


বাতাসে এখন গোলাপী নামের বিষ
বাতায়ন পাশে জেগে রয় খোলাপাতা,
তোমার পাশা-তে দ্বিতীয় মিরজাফর
জাগিয়ে তুলেছে নির্বাক নীরবতা!


প্রনয় ডোরের সুতো ছেঁড়া পরিণতি
সিঁথির সাগরে মন্দাকিনীর ঢেউ,
না দেখা রাস্তা দেখছে বায়োস্কোপে
পিছন ফেরে তাকায়নি তো কেউ!


মর্গের মাঠে মাদুর বিছানো প্রেম
শরীর ছেয়েছে কামার্ত শীতঘুম,
মাথার বালিশে পৃথিবীর ছায়াপথ  
ছবি ক্যানভাস, নির্বেলা নিঝঝুম ।


**** (কবি শ্রীনীলের 'অদিতি' ধারাতে লেখা) ****