ভোরের আর্দ্র আলোয় আদিগন্ত বয়ে চলা মাঠের ঠিক মাঝখানে
একটা সুবিশাল তরমুজ!


বাইরের আবরণে ছুঁয়ে আছে শ্যামল প্রাণ।
একেবারে তাজা-টাটকা-নির্মল।


গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সবুজেও লাগে হলুদের ছোঁয়া।


প্রাণের অবাধ্য তৃষ্ণায় কাটা পড়ে কচি প্রাণ!


ভিতরটা গনগনে আগুনের মতো লাল।
লালায়িত রসনার নদী গ্রাস করে অহরহ...
সতেজ প্রাণের পূর্ণতা আরেক প্রাণের অভ্যন্তর অবশেষে।


সবুজ বা লাল যা-ই হোক না কেন,
পরিণতি - অন্ধকার!