তোমার আঁচলে রক্তের ঋণ বাঁধা
তোমার দু'চোখে কান্নারা দেয় হানা!
আমার ভাইয়েরা ঘুমায়ে পথের শেষে
কালো অধ্যায়ে গেঁথে আছে পুলওয়ামা।


শূয়রেরা আজ পরেছে জয়ের টীকা
ওই শোনা যায় তাদের জয়ধ্বনি
মাটির বিছানা অশ্রুতে ভিজে এলে
আবির সন্ধ্যা ঢেকে দেয় মরুভূমি!


কফিন বন্দি ক্ষতের পাহাড়গুলো
ঝরনার মতো প্রতিশোধ আনে বয়ে,
তেরঙ্গা ওড়া খোলা রাজপথ জুড়ে
মোমবাতিটাও জ্বলে ওঠে নির্ভয়ে।


বদলের কথা আলনায় তুলে রাখো
বদলার নেশা হৃদয় জাপটে থাকে,
তেত্রিশ কোটি সন্তান তোর মাগো
নতুন একটা ভারতবর্ষ আঁকে।