নদীর তীর ছুঁয়ে থাকা অচেনা ঘাসেদের অবাধ্য কামনা,
নদীর আদুরে আলিঙ্গন।


নদীবক্ষে জমে থাকা শ্যাওলার বুকে আগুন জ্বলে-
হে তরী, তুমি তীর দাও, তীর দাও...


কলমঘরে শব্দের অনশন।


বুকের ভিতর সব অনিচ্ছারা জেগে ওঠে উন্মত্ত উল্লাসে!
হাজারো ব্যর্থ নিশানার পর
বেঁচে যাওয়া পাথরের টুকরোতে দেখি-
চেনা- অচেনা শব্দের মুখ।
প্রশান্ত নদী শুরু করেছে আবারো- নর্তকী নৃত্য।
এক একটা ভোরের মতো -
শব্দেরা দাঁড়িয়েছে সারি বেঁধে।


তৃষ্ণার্ত পথিক ব্যাকুলভাবে চায়- নির্মল জল ;
ডুবন্ত ডুবুরির আকুল প্রার্থনা- তরী, তুমি তীর দাও...