নারী, তুমি অবলা নও।
তোমার পরাধীনতা-তোমার অনুভূতি-তোমার আবেগ- আমি বুঝি।
মানি তোমায়, স্বীকার করি তোমার না বলা কথা।


তিতলির মত তোমার ইচ্ছেগুলো ছুঁতে চায় না ফোটা ফুলের গভীরতা।
জোর করে তা খাঁচায় বন্ধ করব! - না না তেমন পুরুষ আমি নই।


টুপ টুপ করে ঝরে পড়া সজনে ফুলের মত তোমার দুঃখগুলো-
ভাসিয়ে দেব, - ওই দূরের নদীটাতে।


সকালের শিশির ধোওয়া শালিকের ডানার মতো তোমার খুশীতে-
গোধূলির বুক চিরে আনা একগুচ্ছ গোলাপের গন্ধ, - মিশিয়ে দেব।


তোমার পদ্মপাপড়ি বুকে জমে থাকা প্রেমে-
খুঁজে নেব, - আমার শান্তি, সুখের ঠিকানা।


তোমার ইচ্ছে-তোমার দুঃখ- তোমার খুশী- তোমার প্রেম--একান্তই আমার।


নারী, তুমি মেয়ে- তুমি প্রিয়া- তুমি স্ত্রী-তুমিই মা!
আমি তোমায় বুঝি।
আমি পুরুষ- তুমিও আমায় বোঝো।