আমি আবেগ খুঁজে বেড়াই,
হবে ভাই;কারো কাছে ষোল আনা খাঁটি আবেগ?
হবে না!না দিতে পারলে কোথায় পাবো সে আবেগ?
সে সন্ধানটুকু একটু বলবে!?  
আমি আবেগ খুঁজে বেড়াই।
সকাল-দুপুর-সাঁঝে কিংবা নিকষ কালো রাতে
ক্লান্তিহীন,বিরামহীন এই আমি ছুটে চলি
দিকবিদিকহীন,ঠিকানাহীন কোন এক অজানার গন্তব্যে
যদি পাই খুঁজে;কাঙ্খিত সেই আবেগ৷
আমি আবেগ খুঁজে বেড়াই,আবেগ।