একদিন, নবী আমার ছিলেন
এক রজনীতে ঘুমাইয়া,
হঠাৎ পবিত্র আত্মা এসে
দিলো তাকে জাগাইয়া।


বললো আত্মা, ও নবী আমার
চলতে হবে আমার সাথে,
মহান যিনি ডাকিয়াছেন আপনাকে
তাহার খুবই সন্নিকটে ।


ওঠে গেলেন যাবার জন্য
নবী নিলেন সঠিক  প্রস্তুুতি,
তার পরাণ সইতাছে না আর
আহঃ দেখা করার কি আকুতি।


মাহান তিনি থাকেনতো ওই
ওপারে বিশাল সাত আসমানের,
তখনই তো আত্মা হাজির করলো
অদ্ভুত এক বোরাক নামক যানের।


বোরাকে চরে পবিত্র আত্মার সাথে
তিনি দিলেন তাহার পানে রওনা,
মাহান যিনি তার সাথে দেখা
ছিলো তাঁর বিশাল এক পাওনা।


বোরাক চলে প্রচন্ড গতিতে
আলোকে দিয়ে পারি,
চোখের শেষ দেখা যতটুকু
তত পার দেয় প্রথমবারি।


যেতে যেতে হারেম পেরুয়ে গেলো
বিশেষত সেই ঘড় আকসায়,
সেখানে তিনি আনুগত্য মাহানের
করিলেন দুইরাকাত সলাত আদায়।
......
(চলমান)