কি অপরূপ সুন্দর প্রকৃতির রং
কি অদ্ভুদ দেখো তাহার খেলা,
মেঘে মেঘে ভরা আকাশ আজ
সাথে বইছে মৃদু বাতাসের মেলা।


রোদ ছিলো কড়া জান শুকানো
যেন সূর্যটা ছিলো অনেক রেগে,
কেন যেন রাগ ঝারছিলো মাটির উপর সে
আর তাপ দিচ্ছিলো প্রচন্ড বেগে।


তাই আকাশটা বসলো অভিমান করে
সূর্যের রাগটা পছন্দ হলো না তার,
অভিমানে করে রাগে  ফুলে গিয়ে সে
দিলো প্রকৃতির কাছে বিচার।


প্রকৃতিরও লেগে গেলো মায়া অনেক
আসলেই মাটি করছে ভিষণ কষ্ট বরণ,
তাইতো মেঘকে আদেশ করলো সে
নিয়ে যাও তোমার শিক্তকরা আবরণ।


কয়েকটুকরো মেঘ এসে ঢাকলো সূর্যকে
সূর্য সাথে সাথে নিভৃতে চলে গেলো,
তারপরই বর্ষন করলো জমানো বারি তার
যেন মাটি তার জান ফিরে পেলো।