ওই দূর আকাশের চাঁদটা দেখো
কি মিটি মিটি করে  জ্বলে,
উপর করে তাকালে তার দিকে
মন কত অদ্ভুত কথা বলে ।


এমন লাগে রাতির বেলা সে
ওই সোনালী আলোটা করেছে ধারণ,
কিন্ত আসল কথা হলো গিয়ে
সত্য কথা বলাটা বারণ।


উজ্জ্বল মিটি মিটি জ্বলে সারারাত
সূর্যের আলোটা ধার করে,
এভাবেই চলেছে গত জীবন তার
চলবে বাকি টুকু জীবন ভরে।


যত সুন্দরই হোক না কেন চাঁদ
সে যেমন প্রকৃত জীবন উদাহরণ না,
তেমনই সূর্যের মত জ্বলার চেষ্টায় লাগো
চাঁদের রূপ ধরন করো না।


হলে হতে হবে সূর্যের মত
যে কিনা নিজে নিজেই উঠে জ্বলে,
এমন ধ্রুব তারা হও তুমি যেন
অনেক চাঁদ জ্বলে তোমার আলোর ছলে।