কিছু লিখা হচ্ছে অপরিবর্তনীয় তকদির,
তার আঘাতে ভেঙ্গে গেছে কত-শত নীড়,
জনে জনে কত মানুষ হলো অস্থির,
তার প্রহারে মাটিতে লুটালো কত মহাবীর।


ইহা তো যায় না ছোয়া
বদলানো যাবে না হাজার করলেও দোয়া,
ইহার প্রতি আমার রবেরও হবে না মায়া,
তাই কারো জীবন সুখ,কারো পরে অন্ধকার ছায়া।


কিছু জিনিস বদলানো যায়;দোয়ায়,
তাও নষ্ট হয় আপন মানুষের অবহেলায়,
মন তখন ভাসে শয়তানের ভেলায়,
তখনই পরে যায় সে ইবলিসের ধোকায়।


তুমি জানো,কেন এত আত্মাহুতি?
কেন এই যুব-সমাজের এত আকুতি?
কেন তারা অতিষ্ঠ এই সমাজের প্রতি?
কারন, সমাজ ধার ধারে না ধর্মের কোন নীতি।


নষ্ট সমাজে আটকে পরা আমরা এক-এক জন
কর্তারা বুঝে না আমাদের ভেতর মন,
লোকের মুখে তাকিয়ে থাকে,কি বললো কোন জন!
যদি বুঝতোই সব ঠিক থাকতো,ঠিক থাকতো সব যক্ষের-ধন।