প্রশংসার অপর নাম হলো ছাই।
বিশ্বাস না হলে, তুমি করে দেখো তাই,
কয়দিন পর তোমাকেই তুচ্ছ করবে সবাই,
কিছু দিন যেতে না যেতে করবে নিজের বড়াই।


প্রশংসা করিও না,জাগে মনে অহংকার,
যাকে বড় করছো তুমি, সে তো দিবে হুংকার,
সে ভুলে যাবে একদিন কি ছিলো তার আকার,
প্রশংসা মানুষকে পথ দেখায়,ভয়ংকর হাহাকার।


করিতে চাও প্রশংসা, করো আগেচোরে,
দরকার হয় প্রশংসায় ভাসায় দাও তারে,
গীবতের সেই বদ-অভ্যাসটা দাও তুমি ছাড়ে,
পিছে গিবত না, প্রশংসায় সম্মান আরো বাড়ে।


কেনো মানুষ তোমরা যাও সবসময়ই উল্টা পথে?
কেনো খেলা করো তুমি সীমাহীন জীবনের সাথে?
কেনো বা করো তুমি গীবত অপর মানুষের পাছে?
কেনোই বা মুখের সামনে অন্য মানুষ এত প্রশংসায় ভাসে?


কেউ প্রশংসা করিলে নিজের ভিতরে অহংকারীকে পাই।
অহংকারী হয়ে সবকিছুর কি পতনই আমি চাই?
তাই বলি আমি, দূর থাকো, গুন গাইয়ো না তাই,
গুন গাইলা মানে তাহার সম্মুখে ছিটাইলা তুমি ছাই।