ক'দিন আগেও এক বাড়ি উজারে
মেতেছিলাম পৈশাচবক উল্লাসে,
এখন রাইতের বেলা কেজানি আইসা
আমারই বাড়ি দিলো ঝলসে।

এটাই কি চেয়েছিলাম আমি
হইয়া একরাশ কট্টর বিপ্লবী?
প্রতিপক্ষের বাড়িতে নৃত্য করা আমি
এখন আমারই পুড়ে যায় সবই।

তাই আমি চটেছি ভীষণ।
এতো দিন আমি চেটেছি যার পক্ষে,
সে এখন চুপটি মাইরা বইসা থাকে
আগুন জ্বলে আমার বাড়ির লক্ষে!

ডাকিবো মিডিয়া, ডাকিবো সব
কি কারনে আমার বাড়িতে মব?
তাদের হয়ে আমি ভেঙ্গেছিলাম সেথা,
এখন নাকি তারাই দিলো আমারে ব্যাথা?

মানি না আমি মানবো না,
এই কর্তা তো হইলো একটা ব্যার্থ।
এখন লাগে নিজের উপরেই লজ্জা,
তার হয়ে নাকি ভেঙ্গেছিলাম সকল স্থান তীর্থ।

প্রতিশোধ নিবো এখন আমি
এটাই হবে আমার সংকল্প,
এখন আমার গায়ে আগুন জ্বলে
আর নাই পাশে কোন বিকল্প।

প্রতিশোধের আগুনে জ্বলে জ্বলে আমি
আঙ্গুল নাড়িয়ে হবো অবিসংবাদী,
যদি কর্তা কথা না মানো আমার,
আমি হইয়া যাবো নিজেই বিপ্লবী।