যখন তুমি ধরতে পারো কোন এক
ছোট্ট সুন্দর ফেরেশতা তোমার হাতে,
বেশি দেরি করো না তুমি,এঁকে ফেলো
তাকে তোমার হৃদয়ের বেলকনিতে।


এঁকে নাও তার ওই চোখজোড়াগুলা যা
জ্বলে আসমানের তারার মত মিটিমিটি,
মনের সিন্দুকে আটকে রাখো তার করা
মজার মজার হাজারো নিষ্পাপ খুনসুটি।
তার ছোট ছোট পায়ের ঢেউ খেলানো হাটা
যেন মনে তুলবে তোমার এক অদ্ভুত তাল,
তার চলনের শারাবে হাবু-ডুবু খাবা তুমি
হয়ে যাবা সেই ফেরেশতার প্রতি মাতাল।
দেখো একবার তাকিয়ে তার ছোট্ট মাথায়
কি সুন্দর পাতলা পাতলা চুলে ভাজ,
যেন বসুন্ধরা সঁপে দিয়েছে নিজ মাথা তার
যেন এইটা পৃথিবীর এক অন্যরকম সাজ।


তাই করো না তুমি কোন সময়ের ক্ষয়
যেতে দিয়ও না ফেরেশতাটিকে হেলায়,
যখনই আসবে এমন কোন সুযোগ কাছে
মনে আটকে নিও স্মৃতি, বেলায় অবেলায়।
একদিন তো এই নিষ্পাপ ফেরেশতাটাও
হারিয়ে যাবে সময়ের গভীর কালো গর্তে,
তাই আটকে নাও তার ছবি স্মৃতির সিন্দুকে,
হারিয়ে গেলে,পাবে না ফিরে কোন শর্তে।