চাকরি চাই ভাই চাকরি চাই,
কোথায় গেলে পাবো আমি,
আর দাম কত ভাই.?


শুনলাম চাকরি নাকি দামি অনেক
বলতে পারবেন দাম হবে কত?
নাকি দিয়ে দিতে হবে সব,
পকেটে আছে যত .?


শুনলাম চাকরির করতে হলে
আমার জ্ঞান লাগবে নাকি,
না হলে চাকরি পাবো না,
বেকার যাবে জীবন বাকি।


ওরে মিয়া পণ্য কিনতে তোমার
আবার জ্ঞান লাগে নাকি.?
সুমসাম একটা কাগজ বানাও,
আর টাকা দাও ঝাকি.!


টাকা লাগাও টাকা লাগাও
এই চাকরির জন্য,
দরকার নাই অর্জিত জ্ঞান,
চাকরি তো মিয়া পণ্য।


পয়সার পাহাড় নিয়ে
সামনে বাজাও বীণ,
অনার্স মার্স্টারস, বিসিএস,
সব কিছু  মূল্যহীন।


তাহলে এত কষ্ট করে
কি করছি আমরা?
এইটা পড়ো ওইটা পড়ো,
খসে পরছে চমরা।


অনার্সের মাঝে বিসিএসের
এত মোটা মোটা বই,
বাবা বলে স্বপ্ন আমার,
পূরণ করবি না কি তুই.?


তো এত কষ্ট করবো আমি
কেন বা কিসের জন্য?
চাকরি যদি যোগ্যতা না হয়,
হয় যদি পণ্য.?


তাইতো এত কষ্ট না করে
ভাগ্যকে করি টানা টানি,
ভাগ্য আমাকে যা বানাবে
হুট করে হয়ে যাবো তা আমি।