যে যেতে তাকে যেতে দাও
বেধে রাইখোনা তারে তুমি,
সহ্য করে নাও না খানেকটা দুঃখ
যদিও আসে তোমার উপর নামি।


যেতে যখন চায়ই সে,
শান্তি কি পাবা তাকে আটকে রেখে?
জীবনতো এমনই বৈচিত্র্যময় সবার,
একটু সোজা গেলে, বাকি পথ যায় একেবেকে।


তার পথে তাকে হাঁটতে দাও তুমি
হইয়ো না তার কাটা পথের,
পথ রুখে দাড়ালে কটা জীবনতর হয়েই রইবা
দাওনা একটু বিসর্জন তোমার শখের।


শখ তো ভাই শখই হয়,
শখ কি সবসময় পূরন হওয়ার জিনিস কোন?
যেহেতু মন তোমার শখ করতে পেরেছে  
সেহেতু, বিসর্জনও করতে পারে যেন।


যেতে চাওয়া ব্যাক্তিকে থমকে যদি দাও তুমি
হয়তো পরে মিলাতে পারাবানা সুখটাকে কষে,
হিতে বিপরীত হয়ে যেতে পারে সব
এলোমেলো হয়ে যেতে পারে জীবন শেষে।


তাই, যে যেতে চায় যেতে দাও তাকে
রাইখো না ওই চাওয়াটাকে রুখে,
চাওয়াটকে যদি যেতে দিতে পারো তো
চরতে পারবা সুখভরা জীবনের রথে।