কি অপরূপ সৌন্দর্য, অপরূপ ভূমি
সকালে খিল খিল সূর্য হাসে,
নিজেকে ধন্য লাগে যখন ভাবি
আমি তো জন্মেছি এই দেশে।


যে দেশের আকাশ পাখিদের বাস
মাটিতে গাছপালার সমাহার,
যে দেশের নদী মাছে ভরপুর
আছে এমন দেশ বলো কাহার?


পাগল করা বাতাস, মন জুড়ানো গান
শুধু এই দেশেরই তো আছে,
যেন সব কিছু মলিন তুচ্ছ হয়ে যায়,
যেন সবাই প্রজা তাহার কাছে।


যেন সকল দেশের রানি হয়ে সে
রাজত্ব করে চলেছে পৃথিবী,
যেন সকল সৌন্দর্য তাহার করে নিয়ে,
উচু করে দাড়িয়ে আছে মাথাটি।


মেঘের দিনে তাহার গর্জনে গর্জনে
চার দিক থরথর উঠে কেপে ,
অবাক খ্যাপা রূপটি তার তখন,
সে দেয় সবার কাছে সপে।


ছয়টি ঋতুতে সাজানো সে,
বলো কে এমন গুণ রাখে?
সকল গুণ লেপটে দিয়েছি প্রকৃতি,
সে গুণান্বিত প্রতি বাকে বাকে।


এমন এক দেশ পাবে না খুজে তুমি
জীবনও যদি করে দাও শেষ,
সকল প্রশংসার মুকুট পরে আছে
আমার প্রিয় বাংলাদেশ।