ভেবে ভেবে অনেক হয়রান আমি
তাকে নিয়ে লিখবো কবিতা,
তাকে নিয়ে বানাবো নতুন কিছু
ভেসে উঠবে তার মায়াবি ছবিটা।


এইদিক ওদিক চিন্তা করি
পাইনা তো কোন উপাদান,
কি মুশকিল, পাই না কিছু
কে দিবে তার সমাধান..?


চিন্তা যখন চুলের ডগায় বসে
মাথা করতাছে গরম,
পরক্ষণেই বর্তমান মনের ভিতরে এসে,
আঘাত করে বসলো চরম।


বর্তমান বলে,"ওরে বোকা ছেলে,
তুই চিন্তা করিস এতো কাকে নিয়ে..?
তুই তো এখনোও বসে থাকিস একা,
এখনোও তো করিস নি বিয়ে।"


না করতে পারলি একটা প্রেম,
বয়স তো পেরুয়ে গেলো,
হুদ্দাই বসে বসে মাথা খারাপ করিস না
চুল করিস না এলো মেলো.!


সত্যি দেখলাম আমি কল্পনা করছি,
অযথাই সময় করছি পার,
এখনোও সিঙ্গেল জগতের রাজা আমি,
ভালোবাসার "তিনি" নাই তো আমার।


সত্য মানতে কষ্ট হয় অনেক
করলামটা কি এই জীবনে,
ছোট খাটো পোলাপান বন্ধু বান্ধব সব,
মা,বাবা আর জানু ডাক শুনে।


শান্তনা দেই এই বলে নিজেকে তখন
কেরিয়ার ভালো গড়তে হবে,
টাকা পয়সা হোক  তখন দেখবি বোকা,
সব নিজে নিজে হেটে চলে আসবে।