মিস করি ফজলুলহক স্যারের
বার বার ব্যর্থ হওয়ার গল্প,
ক্লাসে বসে কথা বলতাম সবাই
চুপ থাকিনি তো আল্প!


সাধেনি কেউ ভাত পরিক্ষার হলে
শরীফ স্যারের মত,
জীবনে দিলাম কত পরিক্ষা
আসবে কত শত!


শরীফ স্যার করেছিলো মেরে
আমাদের সবাইকে কুপকাত,
মাঠে খেলতাম মোরগলড়াই
এটাই ছিলো অপরাধ!


কেউ তো দিলো না মজুমদার স্যারের মত
"তর কান কাটি ফালাবো" কথার ছড়া,
মেরে করেছিলো কাইত চিত মোদের
করেছিলো শরীর লঠির দাগে ভরা.!


স্বপন স্যারের মত ঘুমাবে না কেউ
দিতে পারবে না বিনোদন অত করে,
হেড স্যার আসতো মাঝে মাঝে
দেখতো কাহিনি উকি মেরে.!


মাওলা স্যার ছিলো কঠিন শিক্ষক
নিখুত বিজ্ঞান, অংক কষতো
বলে না আর জ্যামিতি ক্লাসে কেউ
"যারা জ্যামিতি আনো নি তারা বসে বসে আঙ্গুল চষো"


চুপচাপ শিক্ষক দুলালবাবু স্যার
আমরাও বাধ্য থাকতে চুপচাপ,
ভুলে যদি কথা বলে ফেলতো
পরতো তার উপর ধুপধাপ


রানা ম্যাডাম ছিলেন আরেকখান চিজ
অদ্ভুদ ক্রিড়া শিক্ষিকা,
সমাজ বিজ্ঞানে ছিলেন পন্ডিত
দিতেন আমাদের উত্তম দীক্ষা!


টিফিন পালাতে গিয়ে আমি
রানা ম্যামের হাতে পরেছিলাম ধরা,
পালাতে না পেরে বেচে গেছিলাম
বাকিগুলারে মাইর খাওয়াইছিলো কড়া।


সুউচ্চজ্ঞানী ছিলেন শহীদুল্লাহ্ স্যার
আমাদের সাথে ছিলো অনেক শখ্যতা,
ইংলিশম্যান ছিলেন তিনি আমাদের,
মাপে না তো আর কেউ দক্ষতা।


বলেনা আর হুজুরের মত করে
মজার ও ধার্মিক সব কাহিনি,
"ওয় কইতাছে,হুজুর আমারে মারেন",
এমন কথা আর কেউ বলেনি.!


ছিলো আমাদের আরিফ স্যার
তিনি খুবই আজব ব্যক্তি,
ক্লাস পরিক্ষায় বলে না আর কেউ
চলো সবাই পাচটি চিত্র আকি।


জানি পাবো না আর ফিরে দিনগুলি
বিদায় নিয়েছে জীবন থেকে চিরতরে
তবুও থাকবে গাথা মনে ভিতর
রবে চির দিন স্মৃতী - ভড়ে


যদি পাইতাম সুযোগ, যাইতাম ফেরত
আবার সেই  হারিয়ে যাওয়া সালে,
আবার করিতাম এমন অদ্ভুত কাজ
সেই কলাগাছিয়া স্কুলের প্রাঙ্গনে.!