কি হে বিশ্ব, এত চুপ কেন?
এমন নিরব হয়ে কেন আছো বসে?
কোথায় গেলো তোমার গর্জন,এত অর্জন
তোমার গর্ভের অংকটা দেখাও একটু কষে।


ভাবো, কত উচু ছিলো তোমার ডাক
কত প্রকট ভয়ানক ছিলো তোমার শান,
কিন্তু আজ না দেখা এক ছোট্ট কারনে
তুমি হারাচ্ছো দিনে দিনে তোমার মান।


সাধারণকে করেছো তুচ্ছতাচ্ছিল্য
দাও নাই তুমি তাদের একফোটা দাম,
তোমার নায়কদের বর্বরতায় তুমি
তাদের শান্তির ঘুমকে করেছিলে হারাম।


ছোট কারনেই তোমার নায়কেরা শুধু
দেখাইতে তাদের পারমাণবিক ভয়,
কিন্তু বিশ্ব তুমি ভুলে গিয়েছিলে
তোমার নিয়ন্ত্রণ তাঁরই হাতে হয়।


এখনতো বিশ্ব তুমি ধরা খেয়েছো
তিঁনি তোমাকে এখন করেছে পাকরাও,
কোথায় গেলো তোমার যুদ্ধ নীতি
এখন দেখবো ভাই একটু দেখাও।


আজ অসহায় হয়ে তাকিয়ে আছো
ওই মহান রাব্বুলের আ'লামিনের পানে,
তুমি আজ অনুধাবন করেছো তাহলে
বাচানের উপায় সেই একমাত্র জানে।


জানি শেষ হবে এই মহা আঘাত
তিঁনি দিয়ে দিবেন তোমাকে ছাড়,
কিন্তু মনে রেখো বেলাজা বিশ্ব তুমি
এই শিক্ষাই জেনো হয় শেষ বার।