আমার দেশ, তোমার দেশ
এটা সবার বাংলাদেশ,
এই দেশের খাবার খাইয়া
করছি সবাই জীবন শেষ।


শস্য শ্যামলা, সুজলা সুফলা
ফল-মুলে দেশ ভরা,
তারপরও লেগে আছে
শুদ্ধ খাবারের খরা।


চোখের সামনে তরতাজা
সবকিছু সঠিক ভাসছে,
যদি পরখ করো ভালো করে
পেটে ভালো কিছু কি যাচ্ছে?


ঔষধ খাইয়া ফলমূল সব
হইয়া উঠছে স্বাস্থ্যবান,
আর এই খাবার খাইয়া আমার
দেশ হবে মহাশ্মশান।


প্রশাসন বলে এখন থেকে
চলবে না আর কোন চাল,
তারপরও খাই সবাই মিলে,
সব খাবারইতো ভেজাল।


প্রতিদিনই তো অভিযান হয়
প্রতিনিয়তই তো দেখছি,
তারপরও তো সবাই আমরা
বিষ গিলে গিলে খাচ্ছি।


কার কাছে করবা নালিশ?
সবাইতো বোয়ালমাছ,
খাইতে বাধ্য ভেজাল তুমি
শুকাবে তোমার জীবন গাছ।


ধর্মের কথা সবাই ভুলে গেছে
ব্যবসাই তাদের বড় কিছু,
আইনই বা করবে কি তাদের,
সবাই ছুটে টাকার পিছু।


মরলে দিবে কঠিন হিসাব
ভাবেও না একটি বার,
খোদার কাছে দিমু বিচার
যইয়া নিই মোরা পরপাড়।