বিশ্ব করছে তামাশা, দেখছে তামাশা
তামাশায় তামাশায় মশগুল,
এক মূর্খ জাতি, অন্য জাতির উপর আজ
অত্যাচার করতে হয়েছে ব্যাকুল।


দিনে দিনে বাড়ছে কান্নার রোল
চোখের পানি শেষ হয়ে পড়ছে রক্ত,
আর কত করলে ভরবে পেট তাদের
হবে ওই জাতির কঠোর মন সিক্ত?


বেচে থাকাটাও হয়ে পরেছে দায়
ছুটা ছুটি আশেপাশে হয়ে ব্যাকুল,
নিরিহ মানুষের দুনিয়া না এইটা
আজ তদের সাহায্যের আবেদন আকুল।


শিক্ষিত জাতি জেগে উঠো এখন
আর কত গভীর ঘুমাবা  বলো?
আসো এক হই,ঐক্য গড়ি সবাই
জাতিটাকে শিক্ষিতো করে দেই চলো!


কিন্ত শুধু যদি তামাশাই দেখো
তো শুনে রাখো হে মূর্খ জাতি,
পরোয়ারদিগার যদি সিন্ধান্ত নেয়
তাহলে ধ্বংসের ছোয়ায় যাবা মাতি।


পালানোর কোন যায়গা পাবানা তুমি
সকল রাস্তা হয়ে যাবে বন্ধ,
তখন কোন আলো দেখতে পাবানা তুমি
হবা চোখ থাকিতেও অন্ধ।


তাই বলি তামাশা কইরো না আর
তামাশা সহ্য না করে হও সাবধান,
সময় থাকতে পথে এসে পরো বলছি
দেড়ি হবার আগে করো সমাধান।


যদি রব্ আমার রেগে যায় জাতি
তাঁহার বাতাসই তোমাদের ধ্বংস করবে তবে,
সাহায্যকারীর প্রয়োজন নাই তার
তিনি একাই তোমাদের শেষ করতে রবে।