আজ আমার মনে বসন্ত নাই
যদিও বসন্ত বয়ে চলে,
আজ বসন্ত শুরু হলেও আমার মন
জ্বালাতনের আগুনে জ্বলে।


বসন্ত তো হারিয়েছে বসন্তের মায়া
নাই সে আগের মত ছিলো সর্বত্র,
আজকের বসন্তে তো নতুনত্ব আসে না
ফুটে না তো গাছে নতুন কোন পত্র।


আজকের বসন্ত বসন্তের আভা তো
হারিয়ে ফেলেছে অনেক আগে,
যেই বসন্তে থাকবে সবকিছু মিশ্রন
সেখানে তো শীতই বেশি লাগে।


যেই বসন্তে কিনা প্রকৃতি সাজবে
নিবে নতুন করে তাহার রূপ,
সেই বসন্তে আজ প্রকৃতি অবহেলিত
সে বসে আছে  একদম নিশ্চুপ।


এখন বসন্ত সবার মনে নাই,
ভোগ হচ্ছে গুটি কয়েকজনের,
যেই বসন্তের থাকার কথা সবার কাছে
ভোগ করার কথা সর্বজনের।


বসন্তও করে ফেলেছে পক্ষপাতীত্ব
তা স্পষ্টই তো দেখা যাচ্ছে,
এই বসন্তের জন্যও ব্যাকুল তোমরা
এইটাকেও ভোগ করতে মন চাচ্ছে?


আজ বসন্তও  মামুর বাড়ির আবদার
কেহো পয় আবার কেহো পায় না,
এই বসন্ত পুঁড়ে হোক ছাঁই
এই বসন্ত আমার মন চায় না।