ওই স্তম্ব গুলো কত বিশাল
কথ দৃঢ় মনের হয়,
কত শক্ত করে দাড়িয়ে
চিরদিনই একই হয়ে রয়।


সূর্য মাঝে মাঝে উকি দেয় ফাকে
পরে জমিনে তাহার ছায়া,
কি অপরূপ দৃশ্য চোখে পরে তখন
কি গভীর তাদের ছাড়নো মায়া।


কত না নদীর উৎস সে
কত না সভ্যতার প্রাণ,
কত না জীবের ঘড়বাড়ি সে
কত না গুন তার  বহমান।


অনেক বিলুপ্ত জনপদের প্রমান সে
আঁকা তার দেহ খোদাই করে,
সব কিছুই দেখা যাবে চোখের সামনে
যদি ভ্রমন হয় তাহার ওই গায়ে ।


তাঁহার  হুকুমে বাধ্য তারা
দাড়িয়ে থাকতে স্থির,
পৃথিবীর রক্ষায় সর্বত্র তারা
ভারসাম্য বজায় রাখে নিবিড়।


একটু এদিক সেদিক হইতো তারা
রইতো না পৃথিবী আর সুখের,
তুলার মত উড়তো ধরণী আমাদের
দেখা পাইতো তাহার চরম ধ্বংসের।


সাবই করো আদায় শুকরিয়া তাঁহার
যিনি দিলেন আমাদের এই স্তম্ভ,
তিঁনিই হলেন উত্তম পরিকল্পনাকারী
তাঁহার দিকেই আমাদের গন্তব্য।