উর্দুর নির্দেশে বায়ান্ন হইলো
রক্তে রঞ্জিত এক লাল ময়দান,
উর্দুর নির্দেশেই তখন শহীদ রা
দিয়ে দিয়েছিলো তাদের মূল্যবান প্রাণ।


তারপরও উর্দু পারলো না
বাংলা ভাষা কে কবচ করতে,
তারপরও পারলো না বেচারা
বাংলার সাথে লড়াই করতে।


ভাই ভাই ছিলো তার দুইজন
উর্দু ছিন্ন করলো বন্ধন,
বায়ান্নর গুলি করা তার নির্দেশে
ছিলো একাত্তরে তাদের ক্রন্দন।


যাক তাদের ভুলের কারনে
আজ বাংলা হলো স্বাধীন,
আজ তো সারা বিশ্ব ভরে
এই বাংলাই তো সমাসীন।


বাংলা পেয়ে গেলো এখন
তার আন্তর্জাতিক  মান,
এখন তো উর্দুবাবাজি ও রাজি
তাকে দিতে অর্জিত সম্মান।


আজ সেই জিন্নার কবরেও
বাংলা ভাষার ট্যাগ লাগানো,
কই গেলো এখন জিন্নার কড়াভাষা
যা ছিলো বেশ সারা জাগানো?


আজ তারা দেখো রাস্তায় নেমেছে
মাতৃভাষা মাতৃভাষা বলে,
আজ তাদের দেহ প্রাণ শোভা পাচ্ছে
ওই মাতৃ ভাষার বিশেষ মিছিলে।


আজ উর্দু ও বাংলায় শব্দ করে
ছলে বলে কত কৌশলে,
আজ মনের শান্তি এই যে
উর্দু ও বাংলায় কথা বলে।