ওই মায়াবি সন্ধ্যার লাল দৃশ্য
যেন মনের  আবেগে মাখা,
এই সুন্দর আকাশটা যেন
ওই প্রকৃতির তুলিতে আঁকা।


হালকা আবছা আলো আধারের
যেন এক বিষ্ময় মিশ্রন,
যেন ডাকছে সবাইকে তার পানে
নিয়ে এক অদ্ভুদ আমন্ত্রন।


হাজার কর্ম ব্যাস্ত প্রাণগুলো
ফিরছে তাহার পানে,
যেন মা তাদের ডেকে নিচ্ছে
তার নিজ বুকে টেনে।


সন্ধ্যার মায়ায় বকগুলো কেমন
ফিড়ছে বাড়ি উড়ে,
সন্ধ্যা হওয়ায় বকছানাগুলোও
মা'র অপেক্ষায় তাদের নীড়ে।


সন্ধ্যার ডাকে জাগে প্রাণ
এমন প্রাণীরও তো আছে দাপট,
গুহা থেকে উল্টে থাকা বাদুর
দেয় তার লম্বা পাখার ঝাপট।


সকাল বেলায় লক্ষি পেচাটার
চোখে দেখা যে বারণ,
সন্ধ্যা নামে যখন পশ্চিম পারে
হয় তাহার দৃষ্টি পাওয়ার কারন।


কত কীটপতঙ্গ সন্ধ্যার জন্য
ব্যাকুলতায় ডুবে থাকে,
কখন নামবে সন্ধ্যা দিবে ডাক
চলবো আশেপাশে একেঁবেঁকে।


কি বলবো তাহার গুনাবলি আমি
সবই তো হবে অনেক  কম,
আলো আধারে এক অপূর্ব মিশ্রনে
অনুভুতিটা জেগে ওঠে অন্যরকম।