কত দিন হলো,
পুরো বিশ্ব আজ বন্দি,
যেন বিশ্ব করেছে ওই,
ক্ষুদ্রের সাথে কোন সন্ধি।


সন্ধিতে হয়তো বলা আছে,
ক্ষুদ্র, তুমি করো একটু উৎপাত,
এর মধ্যে আমি বিশ্ব নিয়ে নিই
আমার নিজ সত্তার সাধ।


তাইতো, কিছুদিনেই  পেরেছে বিশ্ব
শত শত বছর আগের রূপখানা ফেরাতে,
তাইতো এখন কাঁকড়া, ডলফিনরাও
তটে আসে মন সুখে বেড়াতে।


তাইতো, কচ্ছপের আবার সাধ জেগেছে
অনেক বাচ্চার মা হতে,
এখন তারা নির্ভয়ে আসে ধীরে ধীরে,
সমুদ্রের বালুতে তাহার ডিম ছাড়তে।


আজ পাখিরাও দিব্বি উড়ে বেড়াচ্ছে
অকুতোভয়ে এই ডাল হতে ওই ডাল,
আজ তাদের দিকে তাক হচ্ছে না গো
কোন ছিটকা বা কোন বন্দুকের নাল।


গাছের কথা বলবো?
আজ শুধু তারা শীতেই পাতা হারাচ্ছে,
এখন কোন দৈত্য আসে না তাদের গোড়ায়,
কেউ করাতও দেখছিনা চালাচ্ছে।


তারপরও বলবো, হে পরওয়ারদেগার,
তুমি একটু একটু মুখ তুলে চাও,
বিশ্বের এই সবুজ রূপ রেখে বজায়
মানুষ জ্ঞান বুদ্ধি ও পরিত্রাণ দাও।


(অনেক দিন পর আসলাম))