বন্ধু কেমন আছ?
খুব জানতে ইচ্ছে করে,
কত দিন দেখি না তোমায়
খুব দেখতে ইচ্ছে করে,
মনে পড়ে কি সেই ক্লাস ফাঁকি দিয়ে
আড্ডা দেয়ার কথা,
মনে পড়ে কি সেই শিক্ষকের বকুনি
আর কতই ভালোবাসা।
আমরা দুজন সময় এলে
যেতাম কত খানে,
লোকে বলত তোরা দুজন
প্রেমিক প্রেমিকা হলি কবে?
তুমি শুধু হাসতে আর বলতে-
দেখত নিলয় কি বলে ওরা,
আমি বলতাম যাই বলুক
বন্ধু দুজন আমরা।
হঠাৎ একদিন তুমি এসে
বললে দুপুর বেলা,
বন্ধু আর হবে না বোধহয়
তোমার সাথে আমার দেখা।
আমি বললাম কেনো বন্ধু
কেনো বলছ একথা?
তুমি বললে আজই আমার যেতে হবে ঢাকা।
বুকটা ফেটে চৌচির হলো
হয়ে গেলাম আজ একা,
বেছে থাকলে হবে কি বন্ধু
তোমার সাথে আমার দেখা?
কেটে গেলো কয়েক বছর
আমি এখন ঢাকা,
যেদিকে যাই খুঁজি তবু
পাই না তোমার দেখা।
কোথায় আছ, কেমন আছ
জানি নাকো আমি,
নিশ্চয় লেখাপড়া শিখে
অনেক বড় হয়েছ তুমি।
যেখানে থাকো যেভাবে থাকো
ভুলনা বন্ধু আমায়,
মৃত্যুর আগ পর্যন্ত আমি
স্মরণ রাখিব তোমায়।