কবরের পাশে দাঁড়িয়ে ওরে কাদিতেছে প্রিয়তম,
হৃদয় রানী চলে গেছে ছাড়ি ফিরবেনা আর কভু।
আসবেনা আর কখনো ফিরে দেখবেনা ধরনীর মুখ,
দুচোখে তাহার জাগেরে আধার বুক ভরা যে দুখ।
তুষের দহনে পুড়ে পুড়ে ছাই যাই বুঝি তাহার প্রাণ,
কেমন করিয়া হাস্যমুখে গাহিবে সুখের গান।
কে ডাকিবে আজিকে তাহারে প্রিয়তম এদিকে এসো,
তোমার লাগিয়া রয়েছি বসে একটু ভালোবাসো।
প্রিয়তমা বলে কাদে বারে বারে জলে ভাসে দুটি আখি,
কোন মহতী আনিবে তুলে স্বজন হারা পাখি।
সদ্য ফোটা পুষ্পের মতো শীতল হৃদয় খানি
প্রিয়তমা তুমি উঠে এসো এই তাহার বানী।