কবিতা ; বিচার বিচার খেলা
কলমে ; মো পারভেজ হুসেন
----------------------------
আমার মনে চিন্তা এখন
দেশটার কি হলো,
ভুতের মুখে স্রষ্টার নাম
দেখতে সবে চলো।
শাকের তলে মাছটা ঢেকে
বলছো আমি সেরা,
কুকুর নামেই ডাকবো তোমায়
ডাকবো নাকো ভেড়া।
টাকার পাহাড় গড়েছো সেতো
কালোর কালো টাকা,
ধরছে নারী খাচ্ছে লুটে
সতীত্ব নেই ঢাকা।
সবচেয়ে বড় কথা হলো
শান্তি এখন নাই,
রুপসী বাংলায় অগ্নিবীণার
প্রয়োজন খুব তাই।
দরকার আজ তেজির তেজি
নাই কোনো যার ভয়,
বিচার বিচার খেলা দেশে  
কেমনে আজ চুপ রয়।


      ( সংক্ষেপিত)