কবিতা; বলবো কথা বাস্তবতার
কাব্যগ্রন্থ : অগ্নিস্ফুলিঙ্গ
কলমে ;মো পারভেজ হুসেন
---------------------------
তুমি আছো আজ সত্য পথে
আমরা সবাই মিথ্যে নাকি,
তুমিই বলে যাও সঠিক তুমি
আমরা মরণকে দেয় ফাঁকি।
তোমার গুনে মুখরিত হয়
ভক্ত বৃন্দ দেখছি তো রোজ,
অনাহারে ধুকে মরছে বালক
নেয় নি তো তার একবারো খোঁজ।
গরীব মানুষ মরছে ধুঁকে
তোমরা আছো খেলায় মেতে,
লজ্জা হয় না একবারো কি
ইচ্ছে হয় না মরে যেতে।
তোমরা চলো দামী গাড়িতে
আইন কি তখন ভঙ্গ না হয়,
রাস্তা ঘাটে চলতে গরীব
করবে কেন পুলিশের ভয়।
মেতে আছো তো স্বর্গসুখে
বাস্তবতা কি বুঝ না,
চামচা নিয়ে মাঠে এসে
গরীবের কাজ দেখে যাও না।
রাস্তায় ফেলে মারছো ভাইদের
পরিণামটাও ভেবে রেখো,
অত্যাচার করে ছিলো ভারত
তার দিকে তাকিয়ে দেখো।
তোমার সকল ভন্ড ভক্ত
মরবে ঠিকই এমন করে,
সিংহ জাগছে গাধা কেন
হবে রাজা বন ভিতরে।
হুমকি মোরে দিতে পারো
বলতে পারো সে রাজাকার,
থামবে না কলম তবুও
বলবো কথা বাস্তবতার।।।