কবিতা : পথশিশু
কলমে : মো পারভেজ হুসেন


পথের দিকে তাকিয়ে এখন
ভারাক্রান্ত মন,
কেউতো ভাবে না কত কষ্ট
পথশিশুর জীবন।
কংকালসার দেহ হয়েছে
খেতে পায় না তাই,
পরিচয়হীন কিংবা এতিম
দুঃসহ বেদনায়।
কি দোষ তাদের এখনো সেটা
খুঁজে পায় না আমি,
কেন তার এত অসহায় সেকি
এতটাই কম দামি।
সেওতো মানুষ আমাদের মতো
কারো ছেলেমেয়ে ছিলো,
ভাগ্য তাদের এখানে এনেছে
সবকিছু কেড়ে নিলো।
পথে পথে তারা ঘুরে যে বেড়ায়
একটু খাবে বলে,
সহ্য হয় না তাড়িয়ে দেয় কত
ভালো মানুষের দলে।
তোমরা কভু ভেবে দেখো তো
তোমাদের ছেলে মেয়ে,
খাচ্ছে, পড়ছে,ঘুমাচ্ছে রোজ
আনন্দে নেচে গেয়ে।
পথশিশুদের ভেবে নাও শুধু
সেও তোমারি সন্তান,
তাদের কষ্ট বুঝলে তারাই
গাইবে তোমারি জয়গান।
অনাহারে পথে ঘুরে বেড়াচ্ছে
সহ্য কেমনে হয়,
দালানের সাথে ঠেস দিয়ে তারা
রোজ ঘুমিয়ে রয়।
অথচ তোমার সব সন্তান
শুয়ে থাকে মখমলে,
হতে পারতো তারা তোমার সন্তান
তোমারি কিছু হলে।
বিবেকটা কেন জাগ্রত নয়
অন্ধকারে আছো আছে,
ভালো কাজের তো সুযোগ পেয়েছো
ছুটো না আর অসৎ পাছে।
কি জবাব তুমি দিবে সেই দিন
মহান আল্লাহর দরবারে,
খাবার চেয়েছিলো এতিম অসহায়
খালি গায়ে অনাহারে।
দাওনি খাবার রাগ দেখিয়ে
দিয়ে ছিলে তাড়িয়ে,
তারাও আমার বান্দা ছিলো
ভাবো নি তা নিয়ে।
পেটপুরে তারা খেতে পায় না
অনাহারে কাটে দিন,
শরীরে আছে ছেঁড়া কাপড় তার
হয়েছে সেটা মলিন।
পথশিশুদের আপন ভাবিও
ভাবো তোমারি কেউ,
হৃদয়ে তোমার প্রশান্তি আসবে
পাবে শান্তির ঢেউ।