কবিতা ; তুমি তো বালক
কাব্যগ্রন্থ : নাটাইবিহীন ঘুড়ি ( অপ্রকাশিত)
কলমে ; মো পারভেজ হুসেন
---------------------
তুমি বালক আজ একা হয়েছো
ভয় কি বলো তাতে,
দুমড়ে মুচড়ে যাবে কেন তুমি
কোনো মানুষের আঘাতে।
তুমি তো বালক এসেছো ধরায়
সব নিয়ম পাল্টাতে,
মৃত থাকা সব জীবাত্মাকে
এসেছো ফের জাগাতে।
তোমার পাশে কেউ না থাকুক
লাগবে না কোনো জনকে,
বাধা ডিঙ্গিয়ে পাহাড় টপকাবে
শক্ত রাখবে মনকে।
পৃথিবীতে হয় সফল তারাই
যারা করে না ভয়,
সাম্য, শৃঙ্খল, ন্যায়ের পথে
অবিচল হয়ে হয়।
তুমি যদি যাও বিপথে তোমার
পাশে থাকবে না কেউ,
তোমাট মনে ঠিক উর্দেক হবে
শত চিন্তার ঢেউ।
বাবা মা তোমায় ঘৃণা করবে
ঘৃণা করবে সবে,
হীন প্রকৃতির চেহারা নিয়ে
কিভাবে বেঁচে রবে।
তুমি তো বালক জন্ম নিয়েছো
সবকিছু রুখে দিতে,
যুদ্ধে জয়ী হয়ে এসেছো
আবার দেখাবে জিতে।
তোমার জন্ম সার্থক করবে
এটা তোমারি কাজ,
চুড়ি পড়ে ঘরে বসে থাকবে
ধরো না এমন সাজ।
তুমি তো বালক বিশ্বের বুকে
গড়ে যাবে ইতিহাস,
তোমার হুংকার শুনে জালিমেরা
গলাতে পড়বে ফাঁস।
তুমি তো বালক আগামীর ধরা
করে যাবে নির্মাণ,
সত্যের পথে অবিচল রবে
যাবে যাক এই প্রাণ।