(কলকাতা শহরে 'বিবেকানন্দ উড়ালপুল' ভেঙে মৃত্যু হওয়া সমস্ত মানুষের আত্মার শান্তি কামনা করি)



এবার শহর তুই
/                   শান্ত হ।
/শরীর ভরা রক্তে ভেসে
/এবার শহর তুই
/                     শান্ত হ।
/
/দোষ নেই কারো,
/দোষ নেই তোমার..
/দোষ নেই ওদের।
/
/আর দোষ!
/সব দোষ পিষে গেছে
/                 ভারি কংক্রিটের তলে।
/                 অবাক পৃথিবী..!
/                              তাতে ও রাজনীতি।
/
/এখনও বিঁধে আছে বুকে
/এফোঁড় ওফোঁড় হওয়া যন্ত্রণা..
/                শুধু রক্তাক্ত চোখ
/                               তারা গোনে আকাশের ।
/                               চুপ! চুপ!
/                               এবার রাজনীতি হবে।
/                               ভোট আসছে ।
/
/একটা চিৎকার শুনে
/                টেনে নিয়ে বাইরে আনল
/                               একটা লাশ।
/                               অর্ধেক শরীর..
/বাকিটা নিয়ে রাজনীতি হবে এবার ।
/                    ওদের সময় ভেঙেছে,
/                                    ওরা দায়ী..
/কি জ্বালাময়ী ভাষা,
/                    ওরাই তো শুরু করেছে কাজ..
/                    ওদের দুর্নীতি।
/দুর্নীতি যার ই হোক..
/'শরীরটা আমার।'
/অর্ধেক এখনও চাপা পড়ে।
/'পরিবারটা আমার।'
/ অর্ধেক দেখে
/                আতঙ্কে মুর্ছাপ্রায়।
/তোমরা কাল মিছিল করে
/নীরবতা পালন করবে..
/             তদন্ত চাইবে ।
/                   ভোট আসছে ।
/
/তারপর একদিন...
/        হঠাৎ শহর শান্ত ।
/খবরের কাগজে খেলার খবর ।
/                             ভোট শেষ ।
/
/অবশেষে..
/             শহর তুই শান্ত হলি।
/শরীর থেকে রক্ত মুছে
/অবশেষে..
/              শহর তুই শান্ত হলি।
/
/চোখের জলে ভেসে গেছে রক্ত।
/
/শুধু নীরবতা নেই
/                     আমার পরিবারে।
/আজও শিউরে ওঠে
/অর্ধেক শরীরের স্মৃতিতে..
/                    বুকে আজও বিঁধে
/                    এফোঁড় ওফোঁড় করা কংক্রিট।
/
/অটো ওয়ালা
/রিক্সা ওয়ালা
/কিছু দৈনন্দিন যাত্রী
/না ফেরা কিছু স্মৃতি
/আর তাদের পরিবার..
/আধমরা হয়ে বেঁচে
/                 আরেকটা ভোটের আতঙ্কে।
/
/শহর আবার হোলি খেলবে..
/রক্তে.. ।