আজ তোমার মনে বিলীন হোক
/আমার অশান্ত এ মন...
/দিনগুলো নিজের মতো কাটুক,
/আর তোমার স্পর্শে আগুন নিভে যাক।
/বৃষ্টির জল ঝর্না হয়ে খেলা করুক
/কখনো বটের তলায়,
/কখনো পাহাড় চূড়ায়।
/উড়ন্ত পারাবতের শরীর থেকে
/খসে পড়া পালকটা হিমালয় ছুঁয়ে
/গঙ্গার সাথে হারিয়ে যাক
/মোহনার অতল অন্ধকারে।
/
/আজ তোমার স্বপ্নে মিশে যাক
/রাত জেগে দেখা ভিনদেশী স্বপ্নগুলো,
/কখনো পরীদের দেশে আর
/কখনো তুলি বোলানো ক্যানভাসে।
/আগুনে আগুন মিশে সূর্য উঠুক,
/আর সূর্যের সাথে চাঁদ মিশে
/নীল পৃথিবীতে অমাবস্যা নামুক।
/সমস্ত অশরিরী আত্মারা মুক্তি পাক,
/মুক্তি পাক সমস্ত অতৃপ্ত ভালোবাসা।
/সব মিলেমিশে গিয়ে জন্ম নিক
/একদম নতুন এক পৃথিবীর।
/
/আজ তোমার শরীরে শীতল উঠুক
/আমার আবেশে কুঁকড়ে ওঠা শরীর।
/মধ্য রাতে হঠাৎ ওঠা কালবৈশাখী
/আমায় ভাসিয়ে নিয়ে যাক...
/পাহাড়ের গায়ে আছড়ে ফেলুক,
/সাগর গভীরে হোক সলিলসমাধি।
/অশান্ত মেঘেরা ঢেকে দিক চাঁদের আলো,
/আর একটু ঝড় বয়ে যাক শরীরজুড়ে।
/বসন্তের সাথে কালবৈশাখী মিশে
/খেলা করুক নীল সাগরে,
/তোমার শরীর ঢেকে যাক বৃষ্টিকণায়।
/
/আর তোমার ভালোবাসায় ভিজে যাক
/আমার বলে যা কিছু আছে...সবই।
/সুদ আর আসলের আকাশে
/ফিরিয়ে নেওয়ার সামর্থ্য নেই,
/যদি পারো আমায় গ্রহন করো।
/আকাশসমান ভালোবেসে শোধ দেব,
/মেঘেদের প্রাচীর ভেঙ্গে
/তোমায় ভালোবাসতে আসব,
/শরীর নয়, ভালোবেসে শোধ দেব।
/চাঁদ, তুমি আকাশেই থেকো;
/আমি সুর্য হব...শুধু তোমার জন্য।