জন্ম আমায় মৃত্যু দিয়েছে
/               মৃত্যু দিয়েছে মুক্তি,
/তোমার সাথে পা মেলাব
/                ছিন্ন হয়েছে শক্তি ।
/নিত্য নতুন রঙ ধরে আজ
/                 বাউলের ওই সুরে,
/বাউল তুমি যে ছিন্ন পাতা
/                মরমে আছো মরে ।
/মৃত্যু মাঝে অলীক সুখে
/                 রাত্রি জেগে  পাখি..
/অকারণে কেঁদে ভাসায়
/               ছন্দ হারানো আঁখি ।
/মৃত্যু তুমি যে বাঁধন আমার,
/                 স্রোতের ভারে বাঁধা;
/জন্ম গেল হৃদয় জ্বালায়
/                  কেঁদেই মরে রাধা ।
/অভিমানে সে ছন্দ বোনে
/                  নিজের মতন করে,
/মধ্যরাতে নীল আকাশে
/                      হঠাৎ বৃষ্টি ঝরে ।
/বৃষ্টি শেষে ফর্সা মেঘের
/                   আধো কথার রাশি,
/আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
/                  মিষ্টি ভোরের হাসি ।
/আজকে হেথা ছন্দ ভেলা
/                   তোমার তরে ভাসা;
/হৃদয় দিয়ে নিলাম গেঁথে
/                 তোমার ভালোবাসা ।